যত দূরেই যাও
চোখের আড়াল হও
মনের ফ্রেমে নিরবে রও
তবু মন পিছু ছাড়ে না।
কোন সে যাদুর টানে
হৃদয় ছুটে তাঁর পানে
নিশি দিন যায় চলে
নির্ঘুম প্রহর বেলা বয়ে যায়।
শীতের হাওয়ায় একলা একা
প্রহর গুণে সন্ধ্যা তারা
জ্যোছনার সাথে মিশে যখন
খেলে চাঁদ তারা
তেমনি একলা পাখি
এ কূল ও কূল গুণতে গুণতে
নির্ঘুম অভুক্ত প্রহর গুণে
প্রাণ ভ্রমরার প্রতীক্ষায়।
১৫.০১.২০২৩
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com