সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত)-২০২২’ জারি করেছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ নির্দেশিকা জারি করে।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুন নিয়মে অনলাইনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে বদলি শুরু হয় গত ২৭ জুলাই। পাইলট প্রকল্প হিসেবে বদলি শুরু হলেও সারাদেশে বদলি শুরু হয় গত সেপ্টেম্বরে।
গত ১৪ ডিসেম্বর মোট ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণে সংযুক্তিতে শিক্ষক বদলি স্থগিত করা হয়।
নতুন নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি কার্যক্রম চালু হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com