দেখ ওই দূর বনে উত্তাল হাওয়া
শোন! এই চিত্তে কেন লাগে মায়া মায়া।
অতিশয় বলে মন এসেছে বুঝি সে
যারে খুঁজি দিবানিশি নিজ মনে পুষে।
ব্যাকুল হয়েছে মন প্রতিক্ষায় মরে;
কেন সে হারিয়ে ছিল বসন্তের তরে।
তুলেছি বরণ ডালা সাজিয়েছি ফুলে;
একটা ফুল যদি সে দিত এলো চুলে!
বুঝবে কী শ্যাম কভূ মম উপাখ্যান
বুঝবে কী দেখে এই প্রীতের অঙ্কন।
ললাটে পড়েছে ভাঁজ মনে ইচ্ছে ঠাসা
নব বসন্তের দিনে ঢের ভালোবাসা।
লেখক : কবি ও সাহিত্যিক
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com