বলিউডের জনপ্রিয় অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর থেকেই বেশ কয়েক বছর ধরে কম বয়সি অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা।
অনেকেই বলেছেন, মালাইকার চেয়ে প্রেমিক অর্জুন কাপুর বয়সে ছোট হওয়ায় অভিনেত্রীর সৌন্দর্য ম্লান হয়েছে। তবে ভিন্ন কথা বলেছেন বলিউড অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালাইকা অরোরা বলেছেন, প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়, প্রেমটাই আসল। প্রেমিক বয়সে ছোট হলেই তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
অল্পবয়স্ক পুরুষের সঙ্গে প্রেস করার সুবিধা সম্পর্কে মালাইকা বলেন, আমি শুধু বলতে চাই যে- প্রেমের কোনো বয়স নেই। আপনি প্রেমে পড়বেন- সেটা যে বয়সই হোক না কেন। প্রেমের ক্ষেত্রে বয়স নির্ধারণ করা উচিত নয়। আমি কৃতজ্ঞ যে আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে বোঝে। সত্য যে সে কম বয়সি তা আমাকে আরও তারুণ্য রাখে। আমি বিশ্বের শীর্ষে অনুভব করি।
তিনি আরও বলেন, আশ্চর্যজনক ব্যাপার হলো- যখন আমার বিয়েবিচ্ছেদ হয়, তখন অনেকেই বলেছেন- এ ঘটনার ছাপ আমার লাইফে সবসময়ই থেকে যাবে। বিচ্ছেদের পর প্রেম খুঁজে পাওয়া অন্য জিনিস। তারপর একজন কম বয়সি পুরুষের মধ্যে প্রেম খুঁজে বের করার জন্য আমাকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, আমি আমার সৌন্দর্য হারিয়েছি।
অর্জুন কাপুরকে বিয়ে করা প্রসঙ্গে মালাইকা বলেন, বিয়ে এমন একটি বিষয় যা দুই ব্যক্তির মধ্যে আলোচনা করা হয়। যদি আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়, আমরা এটি নিয়ে চিন্তা করব এবং আমরা সিদ্ধান্ত নেব। আমরা এটি নিয়ে কথা বলব। এই মুহূর্তে আমরা শুধু জীবনকে ভালোবাসি। আমরা আমাদের প্রাক-হানিমুন পর্ব উপভোগ করছি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com