সত্তুর দশকের সরলা নারী মাধবী ,
বসন্তের ফাগুনের মর্মকথা পুরোপুরি অবগত নয়।
অনুভবে উপলব্ধির তাগিদে
বান্ধবী কাকলিকে জিজ্ঞেস করতেই উত্তর মিললো, ফাগুন মানে আগুন লাগা পলাশ শিমুলের কোল ।
বিগড়ে যাওয়া পাড়ার ছেলে অজয়ের কথা,
আরে বুইনে; কথাডা মেলা হুনছি , বুঝবারও পারতাছি., মাগার আমাগো দেশে ফাগুন মাগুন কিছুই নাইক্কা।
হঠাৎ দেখা নৃত্যশিল্পি সাথে, সুমনের রসালো উত্তর, চপলমতির ঘুঙুরের রিনিঝিনিতে ঝুমুর নাচন তালটাই হলো ফাগুন।
পার্কে অপেক্ষায় থাকা বন্ধু রনিতের দীর্ঘশ্বাসের কথন,
হৃদয় জ্বালানো পাহাড় সম ধূসর ছাই হলো ফাগুন।
ফুল বিক্রেতা কিশোরী সখিনার উত্তর,
আফা, বাপ ভাইরে নিয়া এক পেট মজা কইরা খাওনডাই অইলো ফাগুন।
বাসায় গতর খাটা রহিমার জবাব , সাহেবগের বাপ-বিটাতে গোপনে করা আমার উপর জোর খাটানো শরীর খাওয়া আশ,যা মুঁই কহিবি না সহিবি পাছুঁ কারো ধার।
ঘরে ফিরে জানালার পাশে বসে দূর দিগন্তে তাকিয়ে কিছুটা মানে খুঁজে পেলো সেই সত্তুরের নারী।
ফাগুন মানে মোবাইলে অচেনা বন্ধুর মনকাড়া প্রথম চিরকুট,।
খুলশুটি অভিমান ও একটু তোষামোদের অধীর অপেক্ষায় তার সারাবেলা না খেয়ে থাকা মুহূর্ত।
ফাগুন হলো একটি কেক ও গোলাপ উইশে এক কাপ কফির সাথে নিঁখুত ভালোবাসার আস্তরণের আজন্ম অঙ্গীকার।
লেখক :সাহিত্যিক,সংগঠক ও লেখক।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com