মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: সদ্য শেষ হওয়া কাতার ফুটবল ২০২২ এ সুনামের সাথে দায়িত্ব পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন পিরোজপুরের মঠবাড়িয়ার যুবক মোহাম্মদ নাজমুল কবির (আর্শেদ মোল্লা)। নাজমুল মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলাস্থ মরহুম আব্দুর রহমান মোল্লার ছোট ছেলে।
পারিবারিক সয়ত্রে জানাযায়, মোহাম্মদ নাজমুল কবির দীর্ঘ ১১ বছর যাবত কাতার পুলিশ বাহিনীতে অত্যন্ত দক্ষতার সাথে চাকরি করে আসছেন। তিনি কাতার ফুটবল খেলায় বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে কাতারে ব্যপক সুনাম অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রকাশিত হলে প্রশংসায় ভাসছেন নাজমুল।
মোহাম্মদ নাজমুল কবির জানান, বাংলাদেশী হিসেবে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জল করতে পেরে আমি গর্বিত। তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com