জীবনে বন্ধু হচ্ছে তৃষ্ণায়
এক আজলা শীতল জলের মতো।
সৃষ্টির শুরুতে বন্ধুত্ব ছিল,
এখনও আছে, থাকবে অনন্তকাল।
আত্মার আত্মীয় বন্ধুকে
ধন্যবাদান্তে একঝুড়ি ভালোবাসা!
বন্ধু খুব ছোট একটি শব্দ
অথচ এর গভীরতা অনেক বেশি।
বন্ধু এমন একজন মানুষ,
যে মুখ দেখেই মনের কথা বুঝতে পারে।
বন্ধুত্বের জন্য চাই সুন্দর একটি মন!
আজকের সূর্য বন্ধুত্বের আলোয় আলোকিত করুক প্রাণ,
বন্ধুত্বের বন্ধনে পাক যতো হতাশা থেকে পরিত্রাণ,
হৃদয়ে বিস্তৃতি পাক বন্ধুত্বের ঘ্রাণ।
বন্ধুত্ব এমন একটি বন্ধন, এতে থাকে স্বার্থহীন ভালোবাসা।
বন্ধুত্ব হচ্ছে এমন এক আরশি,
যেখানে একে অন্যের মুখ দেখবে মন।
বন্ধুর মূল শক্তিই হচ্ছে বন্ধুর প্রতি নিঃশর্তভাবে ভালোবাসা,
সারাজীবন বন্ধুর পাশে থাকা।
বন্ধু তুমি থাকো যতই দূরে,
তোমাকে আমি যত্ন করে রেখেছি অন্তরে।
বন্ধু তুমি অন্তরে বেচে থাকো সারাজীবন,
তোমার জন্যই শপেছি মন প্রান।
বন্ধু তুমি হৃদাকাশের ধ্রুব তারা,
তোমার জন্যই আমার,মন পাগলপারা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com