মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মহামারী করোনাভাইরাসের কারনে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমতলী উপজেলার সদস্যদের উদ্যোগে ও অর্থায়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনায় কর্মহীনরা ও অসহায় ও দুস্থ পরিবারগুলো ঈদের প্রকৃত আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত ঠিক সেই মুহুর্তে স্থাণীয় কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ত্রাতার ভূমিকায় এগিয়ে আসছে। তাদের নিজ উদ্যোগে ও অর্থায়নে অসহায়, হতদরিদ্র, দুস্থ, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও বেকার কর্মহীনদের ঈদ আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলার সকল ইউনিয়নে পরিবারকে বাচাই করে তাদের মধ্যে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে হাফ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট গুড়া দুধ ও কিচমিচ বিতরণ করা হয়।
আজ (বুধবার) সকাল ১০ ঘটিকায় থেকে খাদ্য বিতরণ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আমতলী উপজেলা সভাপতি মোঃ সাইদুর রহমান সজীব।
ঈদ উপহার খাদ্যসামগ্রী পাওয়া একাধিক ব্যক্তিরা ব্যাপক উচ্ছাস প্রকাশ করে বলেন, আমরা এবার ঈদ আনন্দের সাথে করবো। দুধ, চিনি, সেমাই কোনোডার কমতি নাই।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com