রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে রিভলবার ও ৪ রাউন্ড গুলি সহ রিপন নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বরগুনা সদর উপজেলার ২ নং গৌড়িচন্না ইউনিয়নের ২ নং ওয়র্ডের খাজুরতলা গ্রাম থেকে তার ঘরের মধ্যে লুকিয়ে থাকা খাটের নীচ থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনা ডিবি পুলিশের ওসি আবুল বাশার। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে চিরুনি অভিযান চালিয়ে এই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।প্রাথমিকভাবে রিপন জানায় এই অস্ত্রটি কিছুদিন পূর্বে অভি তালুকদার নামের বরগুনার শীর্ষ সন্ত্রাসী তার কাছে রেখে গিয়েছিল। অভি তালুকদার বরগুনার ২৩ মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, রিপনের বিরুদ্ধে ও পারিবারিক আইনে আগের একটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com