বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলা পরিষদ নির্বাচনের দুইদিন আগে এক সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটারদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই দিনে অভিযোগকারীকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। এর পরের দিন আরেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে বেতাগীর নির্বাচনী আমেজে মোড় নেয় ভিন্ন মাত্রায়। বেতাগী উপজেলার (৪ নম্বর ওয়ার্ড) সাধারণ সদস্য পদে প্রার্থী হন আওয়ামী লীগের হেভিওয়েট তিন নেতা। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন ফয়সাল অপু (তালা প্রতীক), বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার (হাতি প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাহিদ মাহমুুদ লিটু ( টিউবওয়েল প্রতীক)। একই দলের হওয়ায় নিজেদের গলার কাঁটা নিজেরাই। একে অপরের বিরুদ্ধে করে যাচ্ছেন নানা অভিযোগ। গত বৃহস্পতিবার হোসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোকামিয়া এলাকায় পৌঁছলে বাবুল আক্তারের কয়েকজন ভোটারকে গুলি করার হুমকি দেন লিটু। ঘটনার পরের দিন বেতাগী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেন বাবুল আক্তার। অভিযোগ অস্বীকার করে নাহিদ মাহমুদ লিটু বলেন, ‘সুষ্ঠু তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।
বিজ্ঞাপন
বাবুল নির্বাচনের শুরু থেকেই নানা কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাঁর ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আমি যেখানেই প্রচারণায় যাই, সেখানে কেন বাবুলের লোকজন আমাকে অনুরণ করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা তাকে (বাবুল আক্তার) শোকজ করেছেন।’ এর একদিন পর শনিবার রাতে হাতি প্রতিকের প্রার্থী বাবুল আক্তারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন মহসিন ফয়সাল অপু (তালা প্রতীক)। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, সদস্য প্রার্থী বাবুল আক্তার তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মাহমুদ লিটুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরর্তী ব্যবস্থা নেবে পুলিশ। বরগুনা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বররগুনা জেলা প্রশাসক মো. ঘাবিবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে বেতাগী আসনের সদস্য প্রার্থী বাবুল আক্তারকে শোকজ করেছি। সে যদি আরও বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশাবাদী নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com