নারী করদাতা, তরুণ করদাতা, দীর্ঘমেয়াদি এবং সর্বোচ্চ করদাতা মিলিয়ে চার ক্যাটাগরিতে বরিশালের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরের বিলাসবহুল একটি হোটেল কর অঞ্চল বরিশালের আয়োজনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার কাজী লতিফুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।
সেরা করদাতা হিসেবে সম্মাননাপ্রাপ্তরা বলেন, সেরা কর দিয়ে সামান্য একটি সার্টিফিকেট বা ক্রেস্ট ছাড়া আমরা কিছুই পাচ্ছি না। তাই আগামীতে সেরা করদাতাদের সিআইপি হিসেবে ঘোষণা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com