সংবাদদাতা : মঙ্গলবার সকালে বরিশালে নতুন পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় ৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩০ জনের পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। ফলাফল অনুযায়ী গত ১২ এপ্রিল মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুইজন এবং ১৩ এপ্রিল গৌরনদীতে একজন, আগৈলঝাড়ায় একজন ও বাবুগঞ্জ উপজেলায় তিনজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ এরা সবাই করোনায় আক্রান্ত।
জেলার আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল-মামুন জানান, উপসর্গ দেখা দেওয়ায় উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসকের (৩৫) নমুনা সংগ্রহ করে বরিশাল করোনা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে পাওয়া রিপোর্টে ওই চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। তবে তার নমুনা আবার সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুভাষ সরকার জানান, রিপোর্ট পাওয়ার পরপরই তাদের হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সংক্রমণ ঝুঁকি ও সতর্কতার কারণে স্বাস্থ্য কর্মকর্তা নিজেও হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগৈলঝাড়ার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ওই নারী চিকিৎসক গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর এলাকার ‘সবুজ বাংলা’ নামের ইলেকট্রিক ব্যবসায়ী বেলাল হোসেনের বাসার ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ভোরে পরিবারের সবাইকে নিয়ে তিনি বাসা ছেড়ে আত্মগোপন করেছেন। এ ঘটনার পর ওই পাঁচ রোগীর নিজ নিজ এলাকার প্রায় শতাধিক বাসা ও বাবুগঞ্জ উপজেলা হাসপাতালকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তবে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com