স্টাফ রিপোর্টার : অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বার্ডোর আয়োজনে বরিশালে ১০ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা , হুইল চেয়ার ,ছাগল ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে বার্ডো রুপাতলী শাখা অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বার্ডো মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বার্ডোর নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহেল মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম,সভানেত্রী ঝুমা আক্তার প্রমুখ। এ ছাড়া বার্ডোর শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম রাসেলসহ সরকারি বেসরকারি কর্মকর্তা,স্বাস্থ্য কর্মকর্তা,কাউন্সিলর,আইনজীবী,শিক্ষক,গনমাধ্যমকর্মী,প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধীব্যক্তি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার রয়েছে। কাজেই প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে কাউকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আমরা জেলার সকল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। প্রতিবন্ধীদের লেখাপড়ার জন্য প্রতিবন্ধী স্কুল রয়েছে।
বক্তারা আরো বলেন, বেদে সম্প্রদায়কে নিয়েও তাদের উন্নয়নে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি। কাউকে ভিন্ন চোখে দেখার কোন সুযোগ নেই।
আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com