এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বরিশালে মিষ্টির দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্বে সাম্প্রদায়িক উস্কানি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত ১০ জানুয়ারি সকালে নগরীর লঞ্চঘাটে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির দাম নিয়ে একজন ক্রেতার সাথে দোকান মালিকের বাকবিতন্ডা ও পরবর্তীতে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ক্রেতার সাথে অন্যায় হয়ে থাকলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু তার বদলে যেভাবে এখানে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী একটি মিষ্টির মূল্য পরিশোধ নিয়ে সংঘাতের ঘটনাকে সাম্প্রদায়িক রঙ ছড়িয়ে এই ঘটনাকে নিয়ে প্রায় একটি দাঙ্গা পরিস্থিতি তৈরি করে ফেলল সেটি অত্যন্ত চক্রান্তমূলক ও নিন্দনীয়। মিষ্টির ক্রেতাকে মারধর করা অবশ্যই অন্যায় তবে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে যেভাবে হামলা চালানো হয়েছে ও ব্যাবসা বন্ধ করার হুমকি দেয়া হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে ও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক বা পেশাজীবীদের হেনস্থা করার জন্য এক ধরনের কুচক্রী মহল এধরণের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছিল। বরিশালেও একটি সংঘাতের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে একটি সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। নেতৃবৃন্দ প্রশাসনকে এই সংঘাত ও হামলার বিষয়ে যত্থাযত্থ পদক্ষেপ নেয়ার দাবি জানান ও সবকিছুর উর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বরিশালবাসীর প্রতি আহবান জানান।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com