বরিশালে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে তারা আটক হয়।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ বাড়ৈজ্জের হাট ও রহমতপুর ইউনিয়নের রামপট্রি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার বিএমপি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম শনিবার রাত ৮ টার দিকে বাড়ৈজ্জের হাট ও রামপট্রি বাজার এলাকায় অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ আসলাম মৃধা (২৮), মোঃ মিলন মৃধা(৩৪), মোঃ ওসমান হাওলাদার(৩০) ও মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদারকে (৩৫) আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা এবং ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বরিশালে পুলিশের অভিযানে আটক মাদক ব্যবসায়ী মোঃ আসলাম মৃধা (২৮), মোঃ মিলন মৃধা(৩৪), মোঃ ওসমান হাওলাদার(৩০) ও মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদারকে (৩৫)।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com