প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ ডটকমে গত ২৫ মার্চ'২০২০ তারিখ "বরিশালে করোনাকে পুজি করে প্রবাসীর পরিবারকে হেনস্তার অভিযোগ "শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হল, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের তথ্যমতে আমার উধ্বর্তন কর্মকর্তার নির্দেশে চরকাউয়া ইউনিয়নের প্রবাসী সিদ্দিকের বাড়িতে থানার ফোর্স নিয়ে যাই। এলাকার লোকজন বলেছে ফ্রান্স প্রবাসী সিদ্দিক ঘোরাফেরা করে প্রকাশ্যে। আমি সিদ্দিকের পরিবারকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করি এবং বলি সিদ্দিক যেন হোম কোয়ারেন্টাইনে থাকে। সিদ্দিকের প্রসঙ্গে কথা বললে সিদ্দিকের পরিবারের লোকজন আমাদের সাথে দুর্ব্যবহার করলে আমরা চলে আসি। এ ছাড়া আমি উক্ত বাড়িতে যাবার পুর্বে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশের একটি দল সিদ্দিকের বাড়িতে যায়। আমাদের কাছে স্থানীয় লোকজন ও একটি দপ্তর থেকে সিদ্দিক বন্দর থানা নামে বিদেশ থেকে এসেছে মর্মে খবর পাই। আমি সরকারি নির্দেশ পালন করতে গিয়ে অপপ্রচারের শিকার হয়েছি এবং অনলাইনে আমার সুনামহানী করা হয়েছে যা ডিজিটাল আইনের লঙ্ঘন বলে মনে করি। আমার বিরুদ্ধে উক্ত রেজিষ্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পুলিশ বাহিনীর দ্বায়িত্ব পালনের মনোবল ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। এ বিষয় উক্ত নিউজ পোর্টাল কর্তৃপক্ষ ব্যাখ্যসহ নিউজ প্রত্যাহার পুর্বক দুঃখ প্রকাশ না করলে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আনোয়ার হোসেন তালুকদার
অফিসার ইনচার্জ
বন্দর থানা,বরিশাল
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com