বলিউডে জায়গা করে নেওয়াটা চাট্টিখানি কথা না। অভিনেত্রিদের ক্ষেত্রে আরও বেশি। বিভিন্ন উপদেশ পরামর্শ সহ্য করতে হয় তাদের। ইয়ামি গৌতমেরও রয়েছে এমন অভিজ্ঞতা। শরীরের নির্দিষ্ট অঙ্গ বদলে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি ইয়ামি নিজেই জানিয়েছেন। তিনি জানান এক মেকআপ আর্টিস্ট তার ভ্রু বদলানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, “আমাকে একটা ভ্রু বদলে ফেলতে বলা হয়েছিল। এমনভাবে সেটার আকার দিতে বলা হয়েছিল যাতে বাঁকা ভাবটা সরিয়ে ফেলা যায়। তাতে নাকি আমার মুখ সুচারু দেখতে লাগবে। উনারা বোধহয় চেয়েছিলেন আমার দুই ভ্রু দেখে যেন মনে হয় যে দুটি শুঁয়োপোকা একে অন্যকে তেড়ে আসছে! বর্ষীয়ান শিল্পী তিনি। খুব কষ্ট পেয়েছিলাম। বলেছিলাম, এ সব ছেড়ে আপাতত তৈরি হওয়া উচিত।”
প্রাকৃতিক সৌন্দর্যের ওপর অভিনেত্রীরা যেন আজকাল ভরসা হারিয়েছেন। আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য অহরহ ছুরি কাঁচির নিচে নিজেদের সমর্পণ করছেন। এর ঘোর বিরোধী ইয়ামি।
তার কথায়, “কিন্তু, আমি একজন অভিনেত্রী। আমি পর্দায় এলে আমার মুখে কারও নজর পড়া উচিত নয়। তবে অভিনেত্রী না হলেও আমি কোনও সার্জারি করাতাম না। কারণ, এতে সাময়িক ভাবে সুন্দর দেখতে লাগলেও, পরে বিপদ হতে পারে।”
ইয়ামির ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। পরে নাম লেখান ছোটপর্দায়। এবশ কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি। কন্নড় ভাষার সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com