অনলাইন নিউজ :অ্যাপল প্রতি বছর নতুন আইফোন নিয়ে আসে, তবে এবারের আইফোন ১৭ সিরিজকে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাহী টিম কুক। নতুন এই সিরিজে এসেছে ভিন্নধর্মী ডিজাইন, উন্নত ক্যামেরা এবং আরও দ্রুত প্রসেসরের সুবিধা।
রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার ও শাহ আলী প্লাজার মতো বাজারগুলোতে ইতোমধ্যে আইফোন ১৭ পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।
বর্তমান বাজারদর অনুযায়ী-
আইফোন ১৭ (২৫৬ জিবি) : ১ লাখ ৩০ হাজার- ১ লাখ ৪০ হাজার টাকা
আইফোন ১৭ প্রো : ১ লাখ ৭০ হাজার - ১ লাখ ৮০ হাজার টাকা
আইফোন ১৭ প্রো ম্যাক্স : ২ লাখ টাকার ওপরে
তবে ধারণা করা হচ্ছে, সরবরাহ বাড়লে দাম ১০-৩০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
বিশেষ করে গ্রে মার্কেট থেকে কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ-
ওয়ারেন্টি ঝুঁকি : বিদেশ থেকে আনা আইফোনে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় না। ফলে সমস্যার ক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা মেলে না।
ভুয়া বা রিফার্বিশড ফোন : নকল বা পুনর্নির্মিত সেটের সঙ্গে আসল ডিভাইস মিশে যাওয়ার ঝুঁকি থাকে।
নেটওয়ার্ক ও সফটওয়্যার সমস্যা : কিছু বিদেশি মডেলে স্থানীয় ৪জি/৫জি ব্যান্ড সাপোর্ট নাও থাকতে পারে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটেও জটিলতা দেখা দিতে পারে।
অতিরিক্ত খরচ : অফিসিয়াল রিটেইলারদের দাম কিছুটা বেশি হলেও সেখান থেকে না কিনলে রিপেয়ারিং বা পার্টস পরিবর্তনে বেশি খরচ বহন করতে হতে পারে।
সীমিত বিক্রয়োত্তর সেবা : সমস্যার ক্ষেত্রে রিসেলারদের ওপর নির্ভর করতে হয়, যা সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে।
বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজ ইতোমধ্যেই সাড়া ফেলেছে। চীন, ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রো ম্যাক্স মডেল বিক্রি শীর্ষে রয়েছে।
বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হলেও গ্রে মার্কেটে আইফোন ১৭-এর চাহিদা প্রমাণ করছে- এখানে অ্যাপলের প্রভাব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তবে ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কেনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com