মোঃনুরুজ্জামান মৃধা, বাউফল প্রতিনিধি :: চলমান মহামারী করোনা ভাইরাস দুর্যোগে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে কাশিপুর বাজার থেকে শুরু করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অসহায় দুস্থ গরিব পরিবারের আকুতির কথা সংবাদের মাধ্যমে তুলে ধরলাম।
এদিকে আমাদের কাছে এলাকার অনেকে আসে এবং ফেসবুক মেসেন্জারে প্রতিনিয়ত অনেকেই বিভিন্ন অসহায় পরিবারের তথ্য প্রদান করেন, তারই ধারাবাহিকতায় সরেজমিনে বাউফল উপজেলার আদাবাড়ীয়ার কাশিপুর বাজারের পাশে থাকা হরেক মাল বিক্রেতা নাম রিপোর্টার তার পরিবারে ৩জন সদাস্য, মহাশ্রাদী গ্রামের ৯নং ওয়ার্ডভুক্ত ১/আফসের মীর(৬০), পিতা,আক্লেল মীর ২/শহিদুল হাং৩৫) পিতা নয়া হাং মোবাইল নং০১৭৫০৬২৫১০৩, ৩/মোঃমনির শিং( ৩০)পিতা কাদের শিকদার ০৩ নং ওয়ার্ডভুক্ত, লক্ষীপাশা গ্রামে ৪/মোসাঃআমেনা৪০) পিতা আজাহার শিকদার ৫/কাজেম আলী (৬৫)পিতা বাছের শিকদার,৬/ রাশেদা (৪৫)স্বামী মৃত্যু সত্তার রাড়ী৭/আলঙ্গীর৫০) পিতা মোনজাত খান৮/পিয়ারা৪৫) বেগম পিতা মৃত্যু ইউনুস হাং ২নংওয়ার্ডভুক্ত ৯/ মোসাঃহাসি( ৫০)পিতা হরমুজ ডাকতার ১০/হরমুজ ডাক্তার৬৫) একজন পঙ্গু মানুষ তাদের পরিবারের " করোনার লইগ্যা এহন ব্যাডারা কোন কাম কামাই করতে পারেনা, কেউ বলে ছেলে বাপে ঢাকায়, এহন কি খাইয়া থাকমু? " এ আকুতি মিনতি করে, তাই সংবাদটি গনমাধ্যমে প্রকাশ করি যাহাতে এই সংবাদটি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সহ বাউফলের সুনামধন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার সাহেব এর যাহাতে নেক নজরে আসে ꫰
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com