বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন মৃধা নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন তার প্রতিবেশি সেলিম মৃধা (৫৫) ও ফিরোজ(৩০) নামের দুই ব্যক্তি। এতে একই পরিবারের অপর আরও ৬জনকে পিটিয়ে আহত করা হয়। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, ডাল খেতে গরু প্রবেশ করে ফসল নস্ট করাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এতে সেলিম মৃধা ও ফিরোজ আলাউদ্দিনের উপর চড়াও হয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় আলাউদ্দিনকে। এসময় আলাউদ্দিনের ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে ছাড়িয়ে নিলেও দ্বিতীয় দফায় সেলিম, ফিরোজ ও রিয়াজের নেতৃত্বে ৮/১০ একটি দল আবার আলাউদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে আহত হন আলাউদ্দিনের মেয়ে নাজিয়া, ভাই আনোয়ার, আন্তেসা, ডালিম ও সালমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যপারে বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত রিয়াজ মৃধাকে ফোন করে সাংবাদিক পরিচয় দেয়ার পর ফোনটি কেটে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com