এনামুল কবির পলাশঃ
বানারীপাড়ার কঠোর লক ডাউনে ৩ নং সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মন্নান মৃধার পক্ষ থেকে খাদ্য সহায়তায় হট লাইন নম্বর প্রকাশ করেছেন।
কঠোর লক ডাউনে যে সকল দিন মজুর সহ যারা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে তাদের কথা চিন্তা করে সিনিয়র সহ-সভাপতি ও ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্নান মৃধা 01716445227 নম্বরটি হট লাইন নম্বর হিসেবে ঘোষনা করেন। এই নম্বরে কল করলেই মিলবে খাদ্য সহায়তা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের এবং দেশরত্ন শেখ হাসিনার আদর্শ কর্মী ও ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হিসেবে আমি আছি অসহায় মানুষের পাশে আছি। সৈয়দকাঠী ইউনিয়নে যদি কেউ খাদ্য সংকটে থাকলে হেল্প লাইন নম্বরে জানান। খাদ্য সহায়তা পৌছে যাবে ইনশাআল্লাহ।
এ খবরে আশার আলো দেখছে সাধারণ খেটে খাওয়া মানুষ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com