বরিশাল অফিস : বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখারে দাবীকৃত চাদাঁর তিন লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা পরিশোধ করার পরেও মাহবুব আলমের দোকানে বিএনপির তিন নেতা তালা দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে।যাদের বিরুদ্ধে চাদাঁবাজীর অভিযোগে মামলা হয়েছে তারা হলেন চাখার বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,কোষাধ্যক্ষ নাসির মাঝি ও বিএনপি নেতা শাহজাহান তালুকদার।
এ ঘটনায় দোকান মালিক মাহবুব আলম বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৩,৩৮৫,৩৮৭ ও ৫০৬(২) ধারার মামলা দায়ের করেছেন।উপরেল্লেখিত তিনজনকে আসামী করে মামলায় দায়ের করেছেন।
[caption id="attachment_25707" align="aligncenter" width="1024"]
তিনজনকে আসামী করে মামলায় দায়ের করেছেন[/caption]
মামলা সুত্র থেকে জানা গেছে,চাখারের মৃত আব্দুল আজিজের পুত্র মাহাবুব আলমের নিকট আসামীরা তিন লাখ টাকা চাদাঁ দাবী করে।চাদাঁ দিলে দোকানে দেয়া তালা খুলে দিবে।৫০ হাজার টাকা তাদের পরিশোধ করলেও দোকানের তালা খুলে দেয়নি।গত ১৭ অক্টোবর বিকেল ৫টার সময় মাহাবুব আলমকে তার দোকানের সামনে মারধর ও প্রাননাশের হুমকি দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। চাদাঁদাবীর তিন লাখ টাকা পরিশোধ করলে দোকানের তালা খুলে দিবে মর্মে সাফ জানিয়ে দেয়।বর্তমানে দোকানটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বাদী পক্ষের আইনজীবী এ্যাড.এনায়েত হোসেন জানান,বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩২৩,৩৮৫,৩৮৭ ও ৫০৬(২) ধারায় মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
এ ব্যাপারে মামলার বাদী মাহাবুব আলম জানান,মামলা দায়েরের পর আসামীরা আমাকে প্রাননাশের হুমকি প্রদান করছে ।এছাড়া দেশত্যাগ করারও হুমকি দিচ্ছে।আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।তারা চাদাঁ না দেয়ায় ইতিপুর্বে একাধিক মিথ্যা মামলায় আমাকে আসামীও করেছে।তিনি বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com