বানারীপাড়া প্রতিনিধিঃ-
বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ( অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বানারীপাড়া পৌরসভা একাদশ।
১৬ মে সোমবার বিকেলে বানারীপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বানারীপাড়া পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল।
উক্ত খেলায় সেরা গোলদাতা পৌরসভা একাদশের শাওন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বচিত হয় মারুফ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারি তৌহিদুল ইসলাম, অফিস সহকারি মতিউর রহমান, পৌরসভার হিসাব সহকারি আলতাফ হোসেন, কার্য্য সহকারি নয়ন খান, বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জগন্নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com