এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বরিশালের বানারীপাড়ায় ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ব্যাপক আয়োজনের মাধ্যমে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ।
"নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই স্রোগানকে সামনে নিয়ে ব্যাপক আয়োজনের মাদ্যমে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। উক্ত আয়োজনের অংশ হিসেবে মাইকিং প্রচার প্রচারনা, মাছের পোনা অবমুক্তকরন, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুকুরের মাটি পানি পরিক্ষা, প্রশিক্ষণ, মোবাইল কোর্ট অভিযান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে ঋন বিতরন করার মাধ্যমে ২৯ জুলাই শুক্রবার শেষ হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর কার্যক্রম।
মৎস্য সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল, চড় ঘেরা ও কারেন্ট জাল। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৭ দিন ব্যাপি মৎস্য সপ্তাহের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের দিক নির্দেশনায় মৎস্য সপ্তাহের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বিনয় ভুষন মল্লিক, মেরিন অফিসার প্রতুল জোদ্দার, গননাকারী প্রসঞ্জিত বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির, সুমন হাওলাদার, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী উম্মে কাওসারী।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com