বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে নদীতে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
আজ (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বিষখালী নদীর দফাদার বাড়ির সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।
বাবুল উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মনির হোসের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাবুল আজ সকালে নদীতে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ রিপন আকন তার জালের উপর নিজের জাল ফেলে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে রিপন গাছের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে বাবুল ঘটনাস্থলেই মারা যায়।
প্রক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ হাসান তাকে মৃত ঘোষনা করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com