আ.জলিল.শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আব্দুর রব(৪৫) কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গত রোববার সন্ধ্যার সময় ঐ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার তার বাড়ীর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ বলছে,রোববার সকালের দিকে ঐ ইউনিয়নের মাইনকা গ্রামের সারবাংহুদা বাজারের কামারুল(৩০) নামের এক ব্যবসায়ীকে আসামী শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আব্দুর রব তার বাহিনী নিয়ে তাকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়।
ব্যবসায়ী কামরুল কে একটি তালাবদ্ধ ঘরে আটকিয়ে বেধড়ক মারধর করে তাকে গুরুতর জখম করে বন্দী করে সেখানে আটকিয়ে রাখে।
পরে গ্রামবাসী এ খবরটি থানায় জানালে,বেনাপোল পোর্টথানা পুলিশ সেখান থেকে কামারুল কে উদ্ধার করে। অপরদিকে পাশের বাড়ীতে পালিয়ে থাকা সন্ত্রাসী আব্দুর রব কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com