অনলাইন নিউজ : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর সড়ক ও সেতুর তিন প্রকল্পে ৩৪৩ কোটি টাকার কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন(দুদক), সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এনফোর্সমেন্ট অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করা হয়। প্রাথমিক পর্যালোচনায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা ইউনিয়নের মাদ্রাসা হাট-চিংগুড়িয়া-কলোনি বাজার সড়কে ৩০ মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ না করে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে দুদক সূত্রে জানাগেছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com