কতটুকু সময় পেরুলে এক সমুদ্দুর জীবন পেরুনো যায় ?
কতদূর মায়ায় বাঁধলে তাকে ভালোবাসা বলা যায় ?
কতখানি ভালোবাসলে এক সীমাহীন জীবন যাপিত বলা যায় ?
ভীষণ আদুরে আদরে বুকের কূলে আছড়ে পড়া অভিমানে
অগুণন ঢেউয়ের কাছে প্রশ্নের ধারাপাত রেখে আসা .....!
আদিগন্ত বিস্তৃত স্বপ্নের বিচ্ছুরণে ছড়ানো পবিত্রতার অনলে
ডুবন্ত সূর্যের রূপালি বলয় কোমল ছায়া ফেলে হৃদয়ের অতলে..
স্রষ্টার কাছে সমর্পণ তাই কৃতজ্ঞ সিজদায় অহর্নিশ ,
সময়ের কাছে নতজানু হতে হয় সমুদ্রিত মনের দৃষ্টিতে,
শূন্যতা নেই কোথাও যেন ভালোবাসার গোলাপ বৃষ্টিতে
দারুণ ঝাঁকুনিতে জাগে মরিচা ধরা কাঁটাতার ছন্দময় সৃষ্টিতে!
সোনালি সূর্যোদয়ের একান্ত প্রহরের অপেক্ষায়
মন বিহঙ্গ ইচ্ছেডানা মেলে একান্তে আপন আকাশে —
ভালোবাসতে শিখেই ভালোবাসা শেখাতে হয় ....
ভালোবাসার ইচ্ছেরা এমনই হয় ....
যতন করেই যত্নের সংজ্ঞা শেখাতে হয়
আড়ালে নয় ,সংশয়ে নয় ,নয় হতাশায় ,
জীবনকে ভালোবেসেই জীবনের মুখোমুখি হতে হয় ,
আর সময়ের সাথে সম্পর্কের সংজ্ঞা জেনে নিতে হয় ।
/ শামীম ফাতেমা মুন্নী
০৯/০১/২০২২
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com