ভোলা প্রতিনিধি:
ভোলায় বিষপান করে অষ্টম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম সাবরিনা (১৫)। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে। এলাকা ও পুলিশ সূত্র জানা যায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে শুক্রবার দুপুর ১ টার দিকে বাড়িতে বিষপান করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। ভোলা সদর মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com