মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ্যে ঘুস নেওয়া মাদারীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সেই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের ঘুসের দেন-দরবারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করল খুলনার ভ্যাট কমিশন। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা হবে বলে জানান তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের বরাত দিয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, গত ২৯ ডিসেম্বর বিকালে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবীর অফিসকক্ষে বসে ঘুসের টাকা নিচ্ছেন। এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় একাধিক গণমাধ্যমে। পরে বিষয়টি নজরে এলে ২ জানুয়ারি খুলনার ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার মু. সফিউজ্জামান অভিযুক্ত দুই জনকে স্ট্যান্ড রিলিজ করে খুলনা বিভাগীয় কার্যালয়ের কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। অভিযুক্ত দুই জনকেই খুলনা অফিসে সংযুক্ত করে অফিশিয়াল তদন্তও করবে ভ্যাট কমিশন।
ভুক্তভোগী শহিদুল ইসলাম লিখন বলেন, ‘৫০০ টাকার কয়েকটি নোট দেওয়ার পরে তা গুনে পকেটে ভরেন রফিকুল ইসলাম। আর পাশে বসে ছিলেন ইমরান কবীর। দুই রাজস্ব কর্মকর্তা ঘুসের টাকার জন্য দর-কষাকষি করেছেন, এমনকি চাহিদামতো প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে ২ হাজার টাকা মাসোহারা চান। এটা খুবই দুঃখজনক। পরে আমি ও আমার বন্ধু অমিত হোসেন গণমাধ্যমে বিষয়টি জানিয়ে দিই। এতেও বিভিন্ন মহল থেকে আমাদের ওপর চাপ এসেছে।’
এ ব্যাপারে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. এনামুল হককে গতকাল মঙ্গলবার দুপুরে তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com