যশোর ব্যুরো : যশোরে সড়ক দুর্ঘটনায় মিলন (৪০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) মধ্যরাতে শহরের পালবাড়ি মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শহরের কাজীপাড়া এলাকার আকরাম শেখের ছেলে। নিহতের পরিবার জানায়, শনিবার রাতে মিলন আরবপুরের দিঘির পাড়ে তার নিজস্ব চায়ের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পালবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মিলন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল প্রেরণ করে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com