রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ
এইমস (যুক্তরাজ্য) এর মুল্যবান সিএসসিই সার্টিফিকেট কোর্স সম্পন্ন করলেন দক্ষিন এশিয়ার মধ্যে তালিকায় ষষ্ঠ স্থানে অর্জন এবং বাংলাদেশী হিসেবে এই কোর্সে প্রথম সুযোগ পেলেন মোঃ মনিরুজ্জামান।
বরগুনা জেলার বেতাগী উপজেলার কৃতি সন্তান ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাপ্লাই চেইন বিভাগ প্রধান, ক্রিয়েটিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েট (সিপিডিএ) এর কোর্স ফ্যাসিলিটেটর এবং বাংলাদেশ কমার্শিয়াল, প্রকিউরমেন্ট ও এসসিএম প্রফেশনালস এর সভাপতি। সাপ্লাই চেইন প্রফেশনে যিনি দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
AIMS, UK এর দুর্লভ ও মুল্যবান CSCE (Certified Supply Chain Expert) কোর্সটির সংক্ষিপ্ত বিবরন নিম্নে দেয়া হলো।
° ১ বছর মেয়াদী, তিনটি মডিউল এবং ছয়টি এসাইনম্যান্ট ( এসাইনম্যান্ট ৬০০ মার্ক ও চুড়ান্ত পরীক্ষায় ১৫০ মার্ক) এ কমপক্ষে ৬৫% গড় মার্ক পেয়ে পাশ করতে হয়, যেখানে তিনি ৭৩% নাম্বার নিয়ে কৃতকার্য হয়েছেন গত শুক্রবার ৩০-৪-২০২১।
° CSCE Program এ দক্ষিন এশিয়ার মধ্যে এ পর্যন্ত মোট ছয় জন কৃতকার্যের তালিকায় রয়েছেনঃ-
১। পাকিস্তান থেকে ৩ জন ( মিনহাজ, খালিদ ও নেওয়াজ)
২। ইন্ডিয়া থেকে ২ জন ( মুক্তাদির এবং থাইকা শেখ ওমর) এবং
৩। বাংলাদেশ থেকে ১ জন (মোঃ মনিরুজ্জামান)
বাংলাদেশ থেকে আরো ৯ জন CIB কোর্সে ইতোমধ্যে ভালো ফলাফল সহ কৃতকার্য হয়েছেন। (সূত্র: AIMS UK এর ওয়েবসাইট)
সাপ্লাই চেইন নিয়ে অনেক কিছু করার স্বপ্ন এই তরুন প্রফেশনালের।
মোঃ মনিরুজ্জামান বলেন, ,,,, পেনডামিক এর ওয়ার্ক এট হোম এর এ সময়টা কাজে লাগিয়ে এ দুর্লভ সনদ টি অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ অর্জনের কিছু অংশ যদি এ দেশের তরুন এসসিএম প্রফেশনালদের মাঝে বিলিয়ে দিতে পারি তাহলে তারা সাপ্লাই চেইন সম্পর্কে আরো আধুনিক তথ্য সমৃদ্ধ হবে। ”
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com