সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালীঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পরে পারভেজ খাঁন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ডিগ্রী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ পারভেজ চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙ্গা গ্রামের মো. নুরু খাঁনের ছেলে।জানাগেছে, ইলিশ মাছ শিকারের জন্য শুক্রবার রাতে একটি ট্রলার নিয়ে ডিগ্রী নদীতে যায় পারভেজসহ চারজন জেলে। মাছ শিকারের একপর্যায়ে শনিবার ভোররাতে প্রচন্ড ঢেউয়ের তোরে ট্রলার থেকে নদীতে পরে যায় পারভেজ। এর পর থেকে নিখোঁজ রয়েছে সে। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ জানান, ঘটনাটি কেবল শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com