রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোম ও মঙ্গলবার উপজেলা সদরের রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ” ঝালকাঠি কর্তৃক হুইল চেয়ার বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম,কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা: আরাফাতুল ইসলাম স¤্রাট, থেরাপি সহকারী মোঃ এনামুল হক, অপ্টোমেট্রিশিয়ান গাজী মাসরুক আহমেদ ও অফিস সহকারী আবুবকর সিদ্দিক, অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মিরাজ খাঁন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটি দুই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা পত্র, থেরাপি সহ চিকিৎসা সংত্রুান্ত সকল পরামার্শ দিয়েছেন এবং দুইজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরন করেছেন।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com