মামুনুর রশীদ নোমানী : বরিশালের ঐতিহ্যবাহী বেসরকারি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও মালিক ডাঃ আনোয়ার হোসেন আর নেই (ইন্নালিল্লাহে .....রাজেউন)। ৮ জুন তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যাওয়া হয়। ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে তিনটায় ইন্তেকাল করেন।
করোনা মহামারিতে যখন বরিশালের সকল -বেসরকারি হাসপাতাল ক্লিনিক প্রাইভেট চেম্বারে ডাক্তারগন রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছিলেন সেই মুহুর্তে একবারের জন্য ডাঃ আনোয়ার তিনি চিকিৎসা সেবা প্রদান বন্ধ করেন নি। তিনি নিজে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দিয়েছেন। সকল রোগী যেন চিকিৎসা সেবা পায় সেজন্য রাহাত আনোয়ার হাসপাতাল চালু রেখেছেন। বরিশালের রোগীদের কাছে আশির্বাদ স্বরুপ হয়ে উঠেন ডাঃ আনোয়ার ও রাহাত আনোয়ার হাসপাতাল।
ডাঃ আনোয়ার একজন চিকিৎসকই নন তিনি একজন সফল উদ্যোক্তা,একজন সমাজ সেবক ও একজন মানবিক মানুষ ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন এফ এফ এল বিডি ফাউন্ডেশন ও ফেন্ডস ফর লাইফ পরিবার।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com