রানা,পটুয়াখালী :
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৩-১১-২০১৯ তারিখ রাত ৯.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার দুমকি থানাধীন হাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করে একই এলাকার জনৈকা গৃহবধূর শ্লীলতাহানিপূর্বক তা গোপনে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মূল অভিযুক্ত মোঃ হযরত খান(৩০), পিতাঃ মোঃ খলিল খান, সাং-আলগি, ইউনিয়নঃ- পাঙ্গাশিয়া থানাঃ দুমকি, জেলাঃ পটুয়াখালীকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায় যে, আনুমানিক ১ বছর পূর্বে উক্ত গৃহবধূ অভিযুক্ত মোঃ হযরত খানের মাছের আড়তে মাছ কিনতে গেলে ভিকটিমকে একা পেয়ে জাপটে ধরে শরীরের আপত্তিকর স্থানে স্পর্শ করে এবং তা গোপনে ভিডিওধারণ করে। পরবর্তীতে উক্ত আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিম পরিবারের নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে অভিযুক্ত মোঃ হযরত খান উক্ত ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। উক্ত ভিডিও বিভিন্ন জনের মোবাইলে ছড়িয়ে পড়লে ভিকটিম ও তার পরিবার আইনগত প্রতিকার চেয়ে র্যাবের নিকট সহায়তা কামনা করেন। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৩-১১-২০১৯ তারিখ রাত ৯.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার দুমকি থানাধীন হাজিরহাট বাজারে অভিযুক্তের মাছের আড়ৎ থেকে তাকে আটক করা হয়। এসময় ভিডিও ধারণ করা মোবাইলটিও জব্দ করা হয়। এসংক্রান্তে ভিকটিম গৃহবধূ নিজেই বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com