পটুয়াখালী প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, জনাব আলাউদ্দিন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জনাব মোঃ জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাউফল এর নেতৃত্বে অদ্য ২৮ অক্টোবর ২০১৯ তারিখ ০৮.০০ ঘটিকা হতে রাত্র ৮ টা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আরোহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ০৫ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত অসাধু জেলেদের নামঃ- (০১) মোঃ আমিন(১৮), পিতাঃ মোঃ শাহাজাহান, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০২) মোঃ রাহাত(১৯), পিতাঃ মোঃ আকবর মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৩) সমীর (১৯), পিতাঃ মজু মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৪) মোঃ জিহাদ(১৮), পিতাঃ মোঃ ইয়ামিন মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৫) মোঃ আঃ আহাদ (১৮), পিতাঃ মোঃ আকবর মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ৫০০০/- টাকা হারে অর্থ দন্ড ধার্য করেন।
এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ১৫০০০ মিটার কারেন্ট জাল এবং ০৪টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এছাড়া, উক্ত অসাধু জেলেদের নিকট থেকে ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com