শোকে শোকাহত !
বরিশালবাসী
তোমাকে হারিয়ে আজ
হে জনবান্ধব বন্ধু...
তুমি চলে গেলে
সব কিছু ফেলে,
তুমি গেলে চলে
কিছু নাহি বলে।
বরিশালবাসী হারালো
তাদের প্রিয়জন,
তোমার বিয়োগে আজ
সবার শোকাহত মন।
একজন ভালো বন্ধুকে
হারিয়ে সবে
আজ শোকে শোকাতর।
শোকের চাদরে ঢেকে গেছে আজ
বরিশালের যত পথ ঘাট..
তুমি ছিলে জনতার প্রতিনিধি
ছিলেনা কাহারো পর,
তুমি ছিলে সবার ভরসাস্থল
আশা আশ্রয়ের বাতিঘর।
তুমি চলেগেলে
সকল বন্ধন মায়া মমতা ছিন্ন করে
বন্ধু বান্ধব আপনজন
সবকিছু ফেলে।
তোমার এ বিদায় ক্ষণে
খোদার কাছে করছি মোনাজাত.
পরকালে শেষ বিচারে
দিও তাকে নাজাত।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com