শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে গত শুক্রবারই নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছিলেন। শনিবার তার পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির বাসবভনে ঢুকে পড়েন প্রতিবাদীরা। সেই ঘটনার নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কাউকে রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে রান্না করতে দেখা যায়, আবার অনেককে রাষ্ট্রপতি ভবনের সুইমিং পুলে ঝাঁপাতে দেখা যায়। এই আবহে রবিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমে দাবি করা হল যে, বিক্ষোভকারীরা নাকি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে কয়েক মিলিয়ন রুপি খুঁজে পেয়েছেন।
শনিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের সরকারি বাসভবনে চড়াও হয় বিক্ষোভকারীরা। রিপোর্ট অনুযায়ী, সেখানে কয়েক মিলিয়ন রুপিও খুঁজে পান তারা। উদ্ধার হওয়া লক্ষাধিক টাকা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন তারা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে খুঁজে পাওয়া টাকাগুলো গুনছে।
এদিকে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজে করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আগামী বুধবার পদত্যাগ করবেন বলেও জানা গিয়েছে। এমনটাই দাবি করেছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা।
গতকালই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এর আগেই রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর পদত্যাগ করেন রনিল।
এর আগে গত মে মাসে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাক্ষে। একসময় তামিলদের সঙ্গে গৃহযুদ্ধে বিজয়ের জন্য এই দুই রাজাপাক্ষে ভাইকে শ্রীলঙ্কায় বীর হিসেবে সম্মান করা হত। কিন্তু এখন তাদেরকে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করা হচ্ছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com