বিশেষ প্রতিবেদকঃ বরিশাল সদর জুড়ে নামে-বেনামে ব্যাঁঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য সরকারি রেজিষ্ট্রেশন বিহীন সমিতি। এইসব সমিতির নামে করা হচ্ছে অবৈধ লেনদেন।
এ্যাডভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ পরিচালনা হচ্ছে সমবায় নিবন্ধন ছাড়া। সমিতির প্রধান কার্যালয় স্ব-রোড বাকলার মোড়, বরিশাল।
অনুমতি না থাকা সত্যেও দেখা গেছে সমিতির পাশ বইয়ে লেখা "গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার " কতৃক অনুমোদিত। পাশ বইতে রেজিষ্ট্রেশন নং এর জায়গা ফাকা।
ভুক্তভোগী সদস্য সাগর কুমার বলেন সমবায় আইন তোয়াক্কা করে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় এ্যাডভেঞ্জার সমবায় সমিতির আড়ালে চলছে দাদন ব্যবসার মহোৎসব। এই সমিতি থেকে টাকা ঋণ নিয়ে অনেকেই হচ্ছেন সর্বশান্ত। দ্বিগুন মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।এছাড়া এ্যাডভেঞ্চার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি একলাখ টাকায় মাসে তিনহাজার টাকা করে দেয়ার ঘোষনা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইতিমধ্য।
এ্যাভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি চিন্ময় হালদার সাথে নিবন্ধন বিষয় নিয়ে কথা বললে তিনি প্রতিবেদকে জানান আমরা উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়েই কার্যক্রম চালাছি।
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান বলেন, আমার অফিসে নিবন্ধিত সমিতির তালিকায় এ্যাডভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নামে কোন নিবন্ধন নেই। যদি তারা নিবন্ধন ছাড়া সমবায় সমিতির কার্যক্রম করে থাকে তা বেআইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপরে বরিশার সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধ সমিতির জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিবো।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com