নিজস্ব প্রতিবেদক
সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে শনিবারের বিএনপি’র বিভাগীয় সমাবেশের দু’দিন আগে থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় একটি টিম স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে সিলেটে আসছেন। তারা বিকেলে সমাবেশস্থল সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করবেন।
এদিকে- সমাবেশের দিন শনিবার ধর্মঘট আহবান করায় বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে আসতে শুরু করেছেন দূর-দূরান্তের নেতাকর্মীরা। এর মধ্যে অনেকেই নগরের বিভিন্ন হোটেল ও বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। সমাবেশস্থল আলীয়া মাদ্রাসার তাঁবুতে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন।
সিলেটের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ধর্মঘটের কারণে যারা আগে সিলেটে আসছেন তাদের দেখভালের ব্যবস্থা রয়েছে। কোনো বাধাই সিলেটের মানুষের ঢল থামাতে পারবে না। শনিবার গোটা সিলেট নগরী পরিণত হবে সমাবেশস্থলে।
এদিকে- হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন। এ কারণে বেশির ভাগ হোটেলেই রুম বুকিং হয়ে যাচ্ছে।
এছাড়া বিএনপি’র তরফ থেকে ১০-১২টি কমিউনিটি সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উঠানো হবে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com