হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের কর্মরত চৌকিদারদের মাননীয় প্রধানমন্ত্রীর বাইসাইকেল উপহার প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। আজ (১৯ এপ্রিল) মঙ্গলবার ১২ টার সময় উপজেলা মাঠ প্রাঙ্গণে উক্ত উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, চৌকিদাররা অনেক কষ্টে তাদের দায়িত্ব পালন করে থাকেন, কোন কোন সময় গাড়ীও পাওয়া যায়না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চৌকিদারদের এই দূর্ভোগের কথা বিবেচনা করে তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন এবং তাদের কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার।
উক্ত উপহার পেয়ে আনন্দের কথা জানিয়েছেন হিজলা উপজেলার চৌকিদাররা। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন তারা।
উক্ত বাইসাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ সহ আরো অনেক দায়িত্ববৃন্দ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com