ওই নারী কতদিন ধরে এইচআইভি ভাইরাস শরীরে বয়ে বেড়াচ্ছেন তা নিশ্চিত নয়। তবে তার সাবেক আট স্বামীকে খুঁজছে পুলিশ। সুস্থতা নিশ্চিত করতে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে। ৩০ বছর বয়সী ওই নারী দুই সন্তানের জননী।
ভারতীয় পুলিশ জানিয়েছে, বিয়ের মাধ্যমে ওই নারী প্রতারণার ব্যবসা করছেন চার বছর ধরে। এ কাজে তার আরও তিন সহযোগী ছিলেন। পুলিশ তাদেরও গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন তারা।
প্রতারণার ব্যাপারে পুলিশকে এইডস আক্রান্ত নারী জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে পণের মামলার হুমকিতেই কাজ হয়ে যেত। তবে তাতে সুবিধা না হলে শ্বশুরবাড়ির লোকদের অচেতন করে অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যেতেন।
চার বছর আগে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই তিনি এই কাজে নেমে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669 / 01712596354
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত Bd24news.com