প্রেস রিলিস: সম্প্রতি এস এম শ্রাবণ কাজীর কথা ও সুরে চারটি গান রিলিজ হয়েছে
নরসিংদী গীতিকার পরিষদের সম্মানিত গীতিকার ও সুরকার এস এম শ্রাবণ কাজীর কথা ও সুরে বাউল শিল্পী বিজয় দেওয়ান কন্ঠে -ভালোবাসার সুখ পাখী -
বাউল শিল্পী -সিমা সরকার এর কন্ঠে দুইট গান-
১- বুকটা ইটের ভাটা
২- তুমি রহিম রহমান
ও জনপ্রিয় বাউল শিল্পী মুক্তা সরকারের কন্ঠে- নিরব চোখের জল।
গান রিলিজ হয়েছে
বিজয় দেওয়া বাউল মিডিয়া ও বিজয় মিউজিক্যাল
ইউটিউব চ্যানেল এর ব্যানারে এবং ফেইসবুক পেইজ এ ইতিমধ্যে শ্রোতা দের মধ্যে বেপক সারা পেয়েছে এবং দর্শক দের কথা মাথায় রেখে সামনে বিজয় দেওয়ান বাউল মিডিয়া বিজয় মিউজিক্যাল ইউটিউব চ্যানেল এর ব্যানারে আরো তিন টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে শিল্পী ও গীতিকার উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন।