মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও লকডাউন বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া নরসিংদীর জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ও একদুয়ারিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘ফজলুর রহমান মাস্টার বি এসসি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। চলমান কর্মসূচি হিসেবে শুক্রবার (২২ মে) সংগঠনের কার্যালয় চক-বগাদীতে শতাধিক হতদরিদ্র পরিবারে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পূর্বেও কর্মহীন হতদরিদ্র পরিবারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছিল।সামগ্রীগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আঃ রহমান, আবুল হাসেম মাস্টার, রিনা প্রধান, সদস্য শরীফ, মনির, কালাম, সোহেল, রিপন, ইয়ামিন, সাইফুল, রুবেল, মাসুদসহ প্রমুখ। ফজলুর রহমান মাস্টার বি এসসি ফাউন্ডেশন এর সভাপতি মো. ফজলুল রহমান মাস্টার এর নির্দেশনা ও অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যা চলমান থাকবে। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে ইতিমধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।সংগঠনের সভাপতি মো. ফজলুল রহমান মাস্টার বলেন, এই সময়ে ভীষণ প্রয়োজন সচেতনতা ও মানবতা। এখন আমাদের সাহস দেখিয়ে কোনো লাভ নেই। সচেতন হতে হবে নিজের জন্য, পরিবারের জন্য ও দেশের জন্য। আমরা আপনাদের পাশে আছি। তাই আপনারা আল্লাহর উপর ভরশা রাখুন। সরকারের দেয়া নির্দেশনাগুলো মেনে চলুন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।