প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২০, ১২:৫০ পূর্বাহ্ণ
খাগড়াছড়ি জেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মেহেদী হাসান হেলাল
মোঃ ফজলুল হক খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা বাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তরুন রাজনীতিবিদ, অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব খাগড়াছড়ি জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মেহেদী হাসান হেলাল ।
তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহ্ এর একটি উৎসব যার মাধ্যমে ধনী-গরীব সকলে এক কাতারে সমবেত হয়। ধনীরা গরীবদের যাকাত প্রদান করে, যার মধ্যে দিয়ে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ। রমজানের এক মাস সিয়াম পালনের পর ঈদ বাংলার ঘরে ঘরে খুশির আমেজ নিয়ে হাজির হয়। দুঃখ আর গ্লানি কিছুটা হলেও লাঘব হয়। অর্থনৈতিক সমৃদ্ধ ব্যক্তিগণ যদি সমাজের অসহায়, হতদরিদ্র মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে সমাজ তথা রাষ্ট্র হতে অভাব অনটন দূর হবে। যার ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে সুষ্ঠু সমাজ বির্নিমাণে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা বিরাট ভূমিকা পালন করে থাকে। ঈদ সবার জীবনে এক পশলা বৃষ্টির মতো সুখ বয়ে আনুক।
তিনি আরো বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সকলের সচেতনতার পাশাপাশি ঘরে অবস্থান করা উচিৎ।
সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক…
https://bd24news.com