বান্দরবান প্রতিনিধিঃআব্দুর রহিম
পবিত্র মাহে রমজানের শেষের দিকেই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ অদ্য দুপুর ১১ঃ৩০ ঘটিকায় পার্বত্য চট্টগ্রামের পরিষদ কার্যালয়ে বান্দরবান-এ ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা (সেমাই, চিনি, দুধ সহ) ইত্যাদি সামগ্রী তুলে দেন বান্দরবান জেলা সভাপতি জনাব কাজী মোঃ মজিবর রহমান এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব কাজী নাসিরুল আলম, সম্মানিত ক্যাপ্টেন তারুমিয়া (বীর মুক্তিযোদ্ধা) পৌর সভাপতি জনাব শামসুল হক শামু, সাধারণ সম্পাদক জনাব এরশাদ চৌধুরী, উপজেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ শাহ জালাল, মোঃ আফছার ও ছাত্রনেতা মিজানুর রহমান আখন্দ প্রমুখ।ঈদ সামগ্রী বিতরণ শেষে সভাপতি কাজী মজিবর রহমান বলেন,মহামারী সংকট ময় পরিস্থিতিতে বান্দরবানে চট্টগ্রাম নাগরিকনপরিষদের সহযোগিতায় ত্রান সামগ্রী দিয়েছি।এখন আমরা নতুন ভাবে পদেক্ষেপ নিয়েছি, আমরা দুর্গম এলাকায় অসহায়দেকে ঘরবন্দিদের রমজানের উপ লক্ষ্যে ইফতারি সামগ্রী পৌছে দিচ্ছে বলে জানান।আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গরিব অসহায়দের রমজানের উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন।ছাত্রনেতা মিজানুর রহমান আখন্দ বলেনকরোনা ভাইরাস মহামারী সংকট পরিস্থিতিতে চট্টগ্রাম পাবর্ত্য নাগরিক পরিষদের উদ্যোগে, আমরা ঘরে ঘরে গিয়ে ত্রান পৌঁছে দিয়েছি এবং রমজানের উপলক্ষ্যে হত দরিদ্র মুসল্লিদেরকে ইফতার সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু করেছি এবং দুর্গম এলাকার অসহায়দেরকে ইফতার সামগ্রী দিচ্ছে বলে জানান। বিত্তবান ব্যক্তিদের এভাবে অসহায় গরিবদের পাশে দাড়ায় তাহলে প্রতিটি এলাকা দরিদ্রমুক্ত হবে বলে জানান।এবং সকলকে নিরাপদ থাকার জন্য এবং পরিবারকে নিরাপদ থাকার নির্দেশ দেন।