রাহাদ সুমন বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে প্রানঘাতী করোনা ভাইরাস কেভিড-১৯ কোন লক্ষন না থাকলেও পরীক্ষায় নানী-নাতনির করোনা শনাক্ত হয়েছে। সুত্র জানায়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নানীর সেবা করতে গিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতীনা গ্রামের কলেজ শিক্ষার্থী নাতনি (১৮) করোনায় আক্রান্ত হয়েছে।
ওই শিক্ষার্থী জানান, "পিরোজপুরের হুলারহাট বন্দর থেকে তার নানী স্তনের নিচে টিউমার অপারেশনের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হলে
তার সেবা করার জন্য সে হাসপাতালে যায়। ১৫ মে হাসাপাতালে ভর্তি হতে গেলে চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার আগে সর্তকতার জন্য নানীর করোনা পরীক্ষা করায়। ১৬মে তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর সেখানে থেকে নাতনি তার নানীর সেবা করে। ২৩মে নাতনিরও করোনা পরীক্ষা করানো হয়। ২৫ মে বিকালে তার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
ওই শিক্ষার্থী আরও জানান তাদের দুজনেরই জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট সহ করোনা ভাইরাসে আক্রান্ত'র কোন লক্ষন ছিলো না। বর্তমানে তারা চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়ীতে হোম কোয়ারেইনটেনে চিকিৎসা নিচ্ছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান তারা দুজনেই বর্তমানে অনেকটা সুস্থ আছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস জানান, করোনা শনাক্তর রির্পোট পাওয়ার পর তাদের বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে। তবে লকডাউনের পূর্বেই তারা স্বেচ্ছায় হোম কোয়ারেইন্টেনে আছেন।