চট্টগ্রাম হাটহাজারী থেকেঃ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মনাই ত্রিপুরা পাড়ায় ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৬ পরিবার কে পাহাড় ধ্বসের ঝুঁকি থেকে রক্ষা করতে নিরাপদ আশ্রয় হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬ টি ঘর বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের এ ত্রিপুরা পল্লীতে প্রধানমন্ত্রীর ৬টি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের ৬টিসহ মোট ১২টি ঘর নির্মাণ কাজ চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন বসবাস করা পরিবারগুলোর তালিকা তৈরী করা হয়েছিল। এ তালিকা থেকে যারা বেশি ঝুঁকিতে তাদের মধ্য থেকে ছয় পরিবারকে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার নতুন নির্মিত ৬টি ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।