কালিহাতি (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার তালতলা মোড় ও টুনি মগড়া নামক স্থানে আজ উপজেলা প্রসাসনের উদ্দ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে, ছয়টা বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের অধিক পাইপ ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ইউএনও কালিহাতী ফেসবুক আইডির মাধ্যমে। সেখানে আরো বলা হয়, কালিহাতিবাসীর অবগতির জন্য জানাচ্ছি, অবৈধ বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন কোন ধরনের অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে না। প্রশাসনের নামে কেউ আর্থিক সুবিধা গ্রহণ করলে সরাসরি ইউএনও কে তার তথ্য দিন।একইভাবে কালিহাতিবাসীকে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।